Thursday, 22 March 2012

প্রফেশনাল ফটোগ্রাফারের মতো আপনার ছবিতেও HDR ইফেক্ট দিন আর মজা দেখুন !!!

আপনারা যারা HDR ইফেক্ট কি জানেন না তাদের জন্য বলছি HDR (হাই ডায়নামিক রেজ্ঞ) ইফেক্ট সাধারণত প্রফেশনাল ফটোগ্রাফাররা তাদের ফটোগ্রাফিতে দিয়ে থাকেন। যেই ইফেক্ট দিয়ে আপনি খুব সহজেই একটা সাধারন ছবিকেও অসাধারন করে দিতে পারেন। নিচের ছবিগুলি দেখলেই অনুমান করতে পারবেন।

HDR ইফেক্ট দেওয়ার আগে:

 

ইফেক্ট দেওয়ার পরেঃ 

 

আগেঃ

 

পরেঃ

 

HDR ইফেক্ট দেওয়া কিছু অসাধারন ছবি দেখুনঃ

 

 

 

আশা করি সবাই বুঝতে পারছেন কি রকম মজার এই ইফেক্ট। তাহলে আর দেরি কেনো আপনিও আপনার ছবিতে এই ইফেক্ট দিন আর মজা দেখুন। 

 

যেভাবে তৈরি করবেন আপনার HDR ছবিঃ

প্রথমে আপনার ছবি লোড করে নিন। ড্রাগ & ড্রপ করেও ছবি লোড করা যাবে।

 

এখন দেখবেন অটো আপনার ছবিতে HDR ইফেক্ট যুক্ত হয়েছে।

 

এখন আপনি যদি কোন এডিট ছাড়াই ছবিটি সেভ করতে চান তাহলে ok চাপুন।

 

Full HDR এর জন্য অনেক কিছু করা লাগবে। তাই আর বিস্তারিত গেলাম না। সব শেষে ছবিটি সেভ করুন।

 

এভাবে খুব সহজেই HDR ছবি তৈরি করতে পারেন। 
ডাউনলোড লিঙ্কঃ

 
Dynamic Photo-HDR 4.8 । সাইজ মাত্র ১৪ মেগাবাইট।

আশা করি আপনাদের কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।