Thursday 22 March 2012

প্রফেশনাল ফটোগ্রাফারের মতো আপনার ছবিতেও HDR ইফেক্ট দিন আর মজা দেখুন !!!

আপনারা যারা HDR ইফেক্ট কি জানেন না তাদের জন্য বলছি HDR (হাই ডায়নামিক রেজ্ঞ) ইফেক্ট সাধারণত প্রফেশনাল ফটোগ্রাফাররা তাদের ফটোগ্রাফিতে দিয়ে থাকেন। যেই ইফেক্ট দিয়ে আপনি খুব সহজেই একটা সাধারন ছবিকেও অসাধারন করে দিতে পারেন। নিচের ছবিগুলি দেখলেই অনুমান করতে পারবেন।

HDR ইফেক্ট দেওয়ার আগে:

 

ইফেক্ট দেওয়ার পরেঃ 

 

আগেঃ

 

পরেঃ

 

HDR ইফেক্ট দেওয়া কিছু অসাধারন ছবি দেখুনঃ

 

 

 

আশা করি সবাই বুঝতে পারছেন কি রকম মজার এই ইফেক্ট। তাহলে আর দেরি কেনো আপনিও আপনার ছবিতে এই ইফেক্ট দিন আর মজা দেখুন। 

 

যেভাবে তৈরি করবেন আপনার HDR ছবিঃ

প্রথমে আপনার ছবি লোড করে নিন। ড্রাগ & ড্রপ করেও ছবি লোড করা যাবে।

 

এখন দেখবেন অটো আপনার ছবিতে HDR ইফেক্ট যুক্ত হয়েছে।

 

এখন আপনি যদি কোন এডিট ছাড়াই ছবিটি সেভ করতে চান তাহলে ok চাপুন।

 

Full HDR এর জন্য অনেক কিছু করা লাগবে। তাই আর বিস্তারিত গেলাম না। সব শেষে ছবিটি সেভ করুন।

 

এভাবে খুব সহজেই HDR ছবি তৈরি করতে পারেন। 
ডাউনলোড লিঙ্কঃ

 
Dynamic Photo-HDR 4.8 । সাইজ মাত্র ১৪ মেগাবাইট।

আশা করি আপনাদের কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।  

মাত্র কয়েক ঘন্টায় হয়ে যান টাইপিং মাস্টার! কীবোর্ডে উড়ে চলবে আপনার আঙ্গুল!!

আপনি কি এখনো কীবোর্ড দেখে টাইপ করেন?:(( ধীর গতির কাজের জন্য সব সময় পিছনে পড়ে থাকেন? :-/আপনার কচ্ছপগতি টাইপ স্পিডের জন্য চ্যাটের অপর প্রান্তের ব্যক্তি পালিয়ে যায়? X(X((আপনার এই সব সমস্যার সমাধান হবে এই পোস্টে।B-)

কম্পিউটার চালাতে হলে ভাল টাইপ স্পিডের অনেক সময়ই দরকার হয়। ডকুমেন্ট,ব্লগ,চ্যাট সর্বপোরি টাইপ স্পিডের দরকার সব সময়ই। তাহলে চলুন টাইপ স্পীড বাড়ান যাক।:)

প্রথমে আগে আপনার টাইপ স্পীড মেপে নিন। অনলাইনে টাইপ স্পীড মাপার জন্য এক মিনিটের এই পরীক্ষা দিন। ;)

পরীক্ষাতো হলো এবার আপনার টাইপ স্পীড বাড়ানোর পালা। আপনি খুব সহজেই TypingMaster pro সফটওয়্যার দিয়ে এই কাজটি চালিয়ে যেতে পারেন। কিভাবে বাড়াবে স্পীড? এক নজরে দেখা যাক

১২টি লেসন থেকে আপনি খুব সহজেই A-Z শিখতে পারবেন।

 

 


রিভিউ অপশন থেকে আপনার দূর্বলতাগুলো চিহ্নিত করে ইম্প্রুভ করতে পারবেন।

 

গেমে গেমে চর্চা করুন স্পিড।

 

 

টেস্ট করে নিন স্পীড।

 

 

সাথে সাথে টিপসতো থাকছেই:D

 

সবশেষে দেখে নিন প্রোগ্রেস রিপোর্ট

 

দৈনিক দুই লেসনের বেশি না করলেই ভাল। আর টিপসগুলো ফলো করবেন।
বিস্তারিত জানুন এখানে 
ডাউনলোড


সাইজ মাত্র চার মেগাবাইট। সিরিয়াল কী দেয়ার পূর্বে নেট অফ করে নিবেন।
ধন্যবাদ সবাইকে। 

Wednesday 21 March 2012

My Bio-Data

Didyendu Das
Address-
Vill +P.O-Katkadebichak
K.S-Khejuri
Dish-Purba Medinipur
West Bengal
India
721431
Phone-
+919733992871
+917501650141
email-
dibyendudas141@gmail.com
dibyendudas141@ymail.com
dibyendudas141@live.com
http://www.facebook.com/Dibyendu.Mon 
                   OR Go To -----